“বানাও তুমি, দেখবে দুনিয়া” একটি জাতীয় পর্যায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান প্রতিযোগিতা, যেখানে দেশের সকল তরুন ও নবীন নির্মাতাগন অংশ গ্রহন করতে পারবেন। ( বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকবে ) এই প্ল্যাটফর্ম তরুণ নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে—যেখানে তারা নিজের হাতে বানাবে ১৫-২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র , যা প্রদর্শিত হবে INNFLIX OTT– সহ অন্যান্য প্লাটফর্মে । প্রতিযোগিতার অংশ হিসেবে থাকবে ভার্চুয়াল ও ফিজিক্যাল ওয়ার্কশপ, নির্মাণ ও সম্পাদনা, অনলাইন স্ক্রিনিং ও ভোটিং, পুরস্কার জেতার সুযোগ। সেরা অংশগ্রহণকারীরা পাবেন মেইনস্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ, অভিনেতা-অভিনেত্রীরা পেতে পারেন সিনেমা বা ওয়েব সিরিজে কাস্টিং অফার, এবং নির্বাচিত নির্মাতারা পাবেন নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশগ্রহনের সুযোগ।










