লোকেশন
ঢাকা বাংলাদেশ।
সম্ভাব্য তারিখ ও সময়
সকাল ১০টা – সন্ধ্যা ৭টা (৪ই নভেম্বর ২০২৫)
জুড়ি/মেন্টর
১২ জন
প্রডাকশন
১০০

বানাও তুমি, দেখবে দুনিয়া

এখনি নিজের রেজিশষ্ট্রেশন নিশ্চিত করুন

বানাও তুমি, দেখবে দুনিয়া” একটি জাতীয় পর্যায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান প্রতিযোগিতা, যেখানে দেশের সকল তরুন ও নবীন নির্মাতাগন  অংশ গ্রহন  করতে পারবেন। ( বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকবে ) এই প্ল্যাটফর্ম তরুণ নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে—যেখানে তারা নিজের হাতে বানাবে ১৫-২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র , যা প্রদর্শিত হবে  INNFLIX OTT– সহ অন্যান্য প্লাটফর্মে । প্রতিযোগিতার অংশ হিসেবে থাকবে ভার্চুয়াল ও ফিজিক্যাল ওয়ার্কশপ, নির্মাণ ও সম্পাদনা, অনলাইন স্ক্রিনিং ও ভোটিং, পুরস্কার জেতার সুযোগ। সেরা অংশগ্রহণকারীরা পাবেন মেইনস্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ, অভিনেতা-অভিনেত্রীরা পেতে পারেন সিনেমা বা ওয়েব সিরিজে কাস্টিং অফার, এবং নির্বাচিত নির্মাতারা পাবেন নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশগ্রহনের সুযোগ।

DO YOU WANT TO JOIN EVENTS?
REGISTER NOW!

Our TEAM

Awesome section description goes here
Lucky Akter

Lucky Akter

Producer, Head of Management
Akterul Alam Tinu

Akterul Alam Tinu

Program Manager & Tech Head
Habibur Rahman

Habibur Rahman

Founder, Filmmaker & Project Director
Ahmed Himu

Ahmed Himu

Management, Communication & Strategic Planer

Faq

on your mind

কে এই প্রোগ্রামে অংশ নিতে পারবে?

যে কেউ অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। অংশ নিতে হলে একটি এককভাবে বা টিম সহ অংশগ্রহন করতে পারবেন ।

এই প্রোগ্রামে অংশগ্রহণ ফি আছে কি?

না, এই ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন একদম ফ্রি। তবে নির্বাচিত ব্যাক্তি অথবা টিমকে নির্দিষ্ট শর্তাবলি পূরণ করতে হবে।

কোন ধরনের গল্প বা থিমে কাজ করতে হবে?

সামাজিক,  পারিবারিক, মানবিক ও সমকালীন গল্পের উপর কাজ করতে হবে

ফিল্ম কত বড় হতে পারবে?

প্রতিটি শর্টফিল্ম সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।

রেজিস্ট্রেশন কিভাবে করবো?

রেজিস্ট্রেশন করতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। একটি গুগল ফর্ম বা পোর্টাল খুলে দেওয়া হবে যেখানে টিমের তথ্য, সদস্যদের নাম, বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পোর্টফোলিও (যদি থাকে) ইত্যাদি জমা দিতে হবে।

টিমে কতজন সদস্য থাকতে পারবে?

প্রত্যক টিমে নূন্যতম ১০ জন সদস্য থাকতে পারবে। পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহক, এডিটর, স্ক্রিপ্ট রাইটার, প্রোডাকশন হেডসহ, কাজের প্রয়োজনের টিমের সদস্য সংখ্যা কম বেশি হতে পারে।

আমি সিনেমা বানাতে পারি না, কিভাবে যুক্ত হবো?

আপনি অভিনেতা, সম্পাদক, স্ক্রিপ্ট রাইটার, চিত্রগ্রাহক, ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার—যেকোনো ভূমিকায় টিমে যুক্ত হতে পারেন। আপনার নিজেস্ব টিম না থাকলে  আমরা আপনাকে অন্য টিমে যুক্ত করে দিতে পারব।

প্রতি টিম কি কোনো ফান্ড পাবে?

হ্যাঁ, প্রতিটি নির্বাচিত টিমকে সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় ফান্ড দেয়া হবে। এটি নির্মাণকালে যৌক্তিক প্রয়োজনীয় ফান্ড পাবে ও  কারিগরি সহায়তা প্রদান করা হবে।

সিনেমা কোথায় রিলিজ হবে?

নির্বাচিত সিনেমাগুলো INNFLIX APP প্ল্যাটফর্মে–এ রিলিজ করা হবে।

কিভাবে বিজয়ী নির্বাচন হবে?

৫০% বিচারকদের নম্বর + ৫০% দর্শকের ভোট ও ভিউ মিলিয়ে বিজয়ী নির্বাচন করা হবে।

Our Sponsors

Become a sponsor

Testimonials

Our client says

Photo Gallery Video

Match the time with you

Registertion Free

Join Now

Latest News

The latest Updated